Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

 লক্ষ্য ও উদ্দেশ্য :





 

জাতীয় যুব নীতিমালা ২০০৩ ইং অনুযায়ী বাংলাদেশে ১৮-৩৫ বৎসর বয়সের পুরুষ ও মহিলাকে যুব বলা হয়। জনগোষ্ঠির গুরুত্বপূর্নএ অংশকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলে সমাজের উন্নয়ন গতিধারায় সম্পৃক্ত করাই যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কাজ।

এ লক্ষ্য অর্জনে যুব উন্নয়ন অধিদপ্তর, ইটনা, কিশোরগঞ্জ-এ চলমান কার্যক্রম সমূহ হলো :-

 

১।উদ্বুদ্ধ করণের মাধ্যমে যুব সমাজকে সুসংগঠিত করা ।

২।স্থানীয়ভাবে প্রযোজ্য চাহিদা ভিত্তিক আয়বর্ধক  প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা ।

৩।নিবিড় তদারকির মাধ্যমে আয়বর্ধক প্রকল্প গ্রহণ করে আত্বকর্মী করা ।

৪।প্রকল্প গ্রহণকারীদের প্রযোজ্য ক্ষেত্রে ৠণ সহায়তা প্রদান করা ।

৫।যুব সংগঠন গড়ে তুলে নেতৃত্ব বিকশিত করা ।

৬।কল্যানকর সমাজ গঠনে সমাজগঠনমূলক কার্যক্রম।

 

প্রশিক্ষন পদ্ধতি :-

 

ক্রমঃ নং

সেবার ধরন

সেবা প্রদানের সময় সীমা

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের স্থান

ক)

০২ মাস ১৫ দিন মেয়াদী গবাদি পশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স(আবাসিক)

মহাপরিচালক/উপ-পরিচালক এর কার্যালয় হতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দেশিত তারিখ ও সময় মোতাবেক উপজেলা কার্যালয়ে আবেদন পত্র গ্রহণ ও প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়।

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম ৮ম শ্রেণী পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব/যুব মহিলা নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কার্যালয়ে আবেদন করবেন। উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন। অত:পর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করে উপজেলার জন্য নির্ধারিত কোটা মোতাবেক চুড়ান্ত ভাবে প্রার্থী নির্বাচিত করে নির্বাচিতদের যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণে ভর্তির জন্য প্রেরণ করবেন।

ভর্তি ফি ১০০(একশত) টাকা এবং প্রশিক্ষণটি আবাসিক বিধায় প্রত্যেককে মাসিক ১২০০/= টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।

উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, মোল্লাপাড়া, কিশোরগঞ্জ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তারকার্যালয়, ইটনা, কিশোরগঞ্জ।

খ)

০১ মাস মেয়াদী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্স (অনাবাসিক)

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম ৮ম শ্রেণী পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব/যুব মহিলা নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কার্যালয়ে আবেদন করবেন। উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন। অত:পর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করে উপজেলার জন্য নির্ধারিত কোটা মোতাবেক চুড়ান্ত ভাবে প্রার্থী নির্বাচিত করবেন এবং নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষণের জন্য ভর্তি হবেন।

ভর্তি ফি= ৫০/= টাকা।

গ)

০৬ মাস মেয়াদী মর্ডাণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন কোর্স (অনাবাসিক)

 

 

 

 

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম এইচ,এস,সি পাশ, প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব/যুব মহিলা নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কার্যালয়ে আবেদন করবেন। উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন। অত:পর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করে উপজেলার জন্য নির্ধারিত কোটা মোতাবেক চুড়ান্ত ভাবে প্রার্থী নির্বাচিত করবেন এবং নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষণের জন্য ভর্তি হবেন।

ভর্তি ফি= ৫০০/= টাকা।

ঘ)

০৩/০৬ মাস মেয়াদী পোষাক তৈরী ও দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কোর্স (অনাবাসিক)

(শুধু মাত্র মহিলাদের জন্য)

মহাপরিচালক/উপ-পরিচালক এর কার্যালয় হতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দেশিত তারিখ ও সময় মোতাবেক উপজেলা কার্যালয়ে আবেদন পত্র গ্রহণ ও প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়।

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম ৮ম শ্রেণী/এস,এস,সি পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব মহিলা নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কার্যালয়ে আবেদন করবেন। উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন। অত:পর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করে উপজেলার জন্য নির্ধারিত কোটা মোতাবেক চুড়ান্ত ভাবে প্রার্থী নির্বাচিত করবেন এবং নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষণের জন্য ভর্তি হবেন।

ভর্তি ফি= ৫০/= টাকা।

উপ-পরিচালকের কাযা©লয়, যুব উন্নয়ন অধিদপ্তর, মোল্লাপাড়া, কিশোরগঞ্জ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তারকার্যালয়,

ইটনা, কিশোরগঞ্জ।

ঙ)

০৬ মাস মেয়াদী কম্পিউটার বেসিক কোর্স (অনাবাসিক)

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম এইচ,এস,সি পাশ, প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব/যুব মহিলা নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কার্যালয়ে আবেদন করবেন। উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন। অত:পর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করে উপজেলার জন্য নির্ধারিত কোটা মোতাবেক চুড়ান্ত ভাবে প্রার্থী নির্বাচিত করবেন এবং নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষণের জন্য ভর্তি হবেন।

ভর্তি ফি= ১০০০/= টাকা।

চ)

০৬ মাস মেয়াদী ইলেকট্রনিক্স প্রশিক্ষণ কোর্স (অনাবাসিক)

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম এস,এস,সি পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব/যুব মহিলা নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কার্যালয়ে আবেদন করবেন। উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন। অত:পর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করে উপজেলার জন্য নির্ধারিত কোটা মোতাবেক চুড়ান্ত ভাবে প্রার্থী নির্বাচিত করবেন এবং নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষণের জন্য ভর্তি হবেন।

ভর্তি ফি= ৩০০/= টাকা।

 

 

 

 

 

 

 

 

 

ছ)

০৬ মাস মেয়াদী ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং  প্রশিক্ষণ কোর্স (অনাবাসিক)

মহাপরিচালক/উপ-পরিচালক এর কার্যালয় হতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দেশিত তারিখ ও সময় মোতাবেক উপজেলা কার্যালয়ে আবেদন পত্র গ্রহণ ও প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়।

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম অষ্টম শ্রেণী পাশ প্রশিক্ষণে আগ্রহী বেকার যুব/যুব মহিলা নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কার্যালয়ে আবেদন করবেন।উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন।অত:পর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করে উপজেলার জন্য নির্ধারিত কোটা মোতাবেক চুড়ান্ত ভাবে প্রার্থী নির্বাচিত করবেন এবং নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষণের জন্য ভর্তি হবেন।

ভর্তি ফি= ৩০০/= টাকা।

উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, মোল্লাপাড়া,কিশোরগঞ্জ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,

ইটনা, কিশোরগঞ্জ।

জ)

০৬ মাস মেয়াদী রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং  প্রশিক্ষণ কোর্স (অনাবাসিক)

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম এস,এস,সি পাশপ্রশিক্ষণে আগ্রহী বেকার যুব/যুব মহিলা নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কার্যালয়ে আবেদন করবেন।উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন।অত:পর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করে উপজেলার জন্য নির্ধারিত কোটা মোতাবেক চুড়ান্ত ভাবে প্রার্থী নির্বাচিত করবেন এবং নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষণের জন্য ভর্তি হবেন।

ভর্তি ফি= ৩০০/= টাকা।

ঝ)

০৭-১০ দিন মেয়াদী কৃষি, মৎস্য, পশুপালন, ক্ষুদ্র ও কুটির শিল্প সহ এলাকার চাহিদানুসারে বিভিন্ন ধরণের ৪১টি ট্রেডে ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স (অনাবাসিক ও অপ্রাতিষ্ঠানিক কোর্স)

মহাপরিচালকের কার্যালয় হতে উপজেলা কার্যালয়কে দেয় বার্ষিক লক্ষমাত্রার আলোকে উপজেলা কার্যালয় কর্তৃক লক্ষমাত্রা পূরণের নিমিত্তে প্রায় প্রতি মাসেই ০১টি ব্যাচ (৩০ জন) পরিচালনার জন্য বিজ্ঞপ্তি প্রদান ও আবেদন পত্র গ্রহণ করা হয়।

(১৮-৩৫) বছর বয়সী নূন্যতম ৫ম শ্রেণী পাশ প্রশিক্ষণে আগ্রহী যুব/যুব মহিলা উপজেলা কার্যালয় কর্তৃক  নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কার্যালয়ে আবেদন করবেন।উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাইপূর্বক কমপক্ষে ৩০ জনের একটি তালিকা প্রস্তুত করে অনুমোদনের জন্য জেলা কার্যালয়ে প্রেরণ করবেন।জেলা কার্যালয় হতে  অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে উপজেলা কার্যালয় কর্তৃক স্থানীয় চাহিদার ভিত্তিতে উপজেলা কার্যালয় বা কোন শিক্ষা প্রতিষ্ঠান বা সংগঠনের কার্যালয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। উক্ত প্রশিক্ষণে কোন কোর্সফি নাই।

উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, মোল্লাপাড়া, কিশোরগঞ্জ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,

ইটনা, কিশোরগঞ্জ।

       

ঋণ সংক্রান্ত :

ক)

ঋণ কমর্সূচীর আওতায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কোর্সে প্রশিক্ষিত যুবদের একক ঋণ প্রদান করা হয়।প্রতিষ্ঠানিক ট্রেডে সর্ব নিম্ন ১০,০০০/=টাকা হতে সবোর্চ্চ ৫০,০০০/= টাকা  এবং অপ্রাতিষ্ঠানিক ট্রেডে ৫০০০/= টাকা হতে ২৫,০০০/= টাকা পযর্ন্ত ঋণ প্রদান করা হয়।

একজন প্রশিক্ষিত যুব/যুব মহিলা উপজেলা কার্যালয়ে সাদা কাগজে আবেদন পত্র দাখিলের পর

০৭-৩০ দিন।

(উল্লেখ্য ঋণের অর্থের বাজেট না থাকলে বা ঘূর্ণায়মান তহবিলে প্রয়োজনীয় স্থিতি না থাকলে উক্ত সময়ের তারতম্য হতে পারে।)

একজন প্রশিক্ষিত যুব/যুব মহিলা সাদা কাগজে উপজেলা কার্যালয়ে আবেদন পত্র দাখিল করলে তার প্রকল্প পরিদর্শন পূর্বক নীতিমালায় প্রদত্ত শর্ত  মোতাবেক নির্বাচিত হলে তাকে ১০/= টাকার বিনিময়ে ০১টি নির্ধারিত আবেদন ফরম প্রদান করা হয়।অত:পর ফরমটি প্রয়োজনীয় কাগজ পত্র সহ উপজেলা কার্যালয়ে জমা প্রদান করা হলে ইহা পরীক্ষা নিরীক্ষা করে প্রাতিষ্ঠানিক হলে সুপারিশ সহ জেলা যুব ঋণ অনুমোদন কমিটিতে এবং অপ্রাতিষ্ঠানিক হলে উপজেলা যুব ঋণ অনুমোদন কমিটিতে উপস্থাপন করা হয়।যুব ঋণ অনুমোদন কমিটি অনুমোদন সাপেক্ষে নীতিমালার সকল শর্তাদি পূরণ পূর্বক একাউন্ট পেয়ী চেকের মাধ্যমে উপজেলা কার্যালয় হতে ঋণ প্রদান করা হয়।

উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, মোল্লাপাড়া, কিশোরগঞ্জ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,

ইটনা, কিশোরগঞ্জ।

অন্যান্য কার্যাক্রম :

 

 

ক)

যুব নেতৃত্বের বিকাশে যুব সংগঠন তালিকা ভূক্ত করা হয়।

যুব সংগঠন কর্তৃক উপজেলা কার্যালয়ে সাদা কাগজে আবেদন পত্র দাখিলের পর

০৭-৩০ দিন।

কোন যুব সংগঠন তালিকা ভূক্তির জন্য উপজেলা কার্যালয়ে সাদা কাগজে আবেদন পত্র দাখিল করলে উক্ত সংগঠনটির কার্যক্রম পরিদর্শন পূর্বক নীতিমালায় চাহিত শর্তাদি মোতাবেক নির্বাচিত হলে উক্ত সংগঠনকে অধিদপ্তরের নির্ধারিত ফরম প্রদান করা হয়।অত:পর উক্ত সংগঠন প্রয়োজনীয় কাগজ পত্র সহ আবেদন পত্র খানা উপজেলা কার্যালয়ে জমা প্রদান করলে ইহা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ সহ জেলা কার্যালয়ে প্রেরণ করা হয়।জেলা কার্যালয় পূনরায় পরীক্ষা নিরীক্ষান্তে তালিকা ভুক্ত করেন।

 

 

খ)

দেশের আর্থ সামাজিক উন্নয়নে বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনকে অধিদপ্তর কর্তৃক যুব কল্যাণ তহবিল বা অনুন্নয়ন খাত হতে অনুদান প্রদান করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়/মহাপরিচালক এর কার্যালয় হতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কার্যালয়ে আবেদন পত্র গ্রহণ করা হয়।

যুব সংগঠন কর্তৃক নীতিমালার আলোকে শর্তাদি পূরণ সাপেক্ষে নির্ধারিত ফরমে উপজেলা কার্যালয়ে আবেদন পত্র দাখিল করলে উপজেলা কার্যালয় প্রাপ্ত আবেদন পত্র সমূহ যাচাই বাছাই পূর্বক উপজেলা নির্বাহী অফিসার  মহোদয়ের সুপারিশ সহ জেলা কার্যালয়ে প্রেরণ করেন।অত:পর জেলা কার্যালয় ইহা আরও পরীক্ষা নিরীক্ষান্তে জেলা প্রশাসক মহোদয় এর সুপারিশ  সহ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে প্রেরণ করেন।পরবর্তীতে ক্ষেত্র ভেদে মন্ত্রণালয় বা অধিদপ্তরের প্রধান কার্যালয় হতে সংগঠনকে অনুদান প্রদান করা হয়।